বাইডেনকে সমর্থন জানালেন পেন্সের সাবেক সহযোগী

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাবেক সহযোগী ও হোয়াইট হাউজ কর্মকর্তা অলিভিয়া ট্রোয়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুমুল সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্র্যাট নেতা জো বাইডেনকে ভোট দেবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হোয়াইট হা্উজে পেন্সের নেতৃত্বাধীন করোনাভাইরাস টাস্কফোর্সে শীর্ষ আয়োজক হিসেবে কাজ করেছেন অলিভিয়া। গত জুলাইয়ে হোয়াইট হাউজ ছেড়ে যান তিনি। বৃহস্পতিবার ট্রাম্পবিরোধী রিপাবলিকানরা একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে অলিভিয়া অভিযোগ করেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই ট্রাম্প প্রশাসন জেনে গিয়েছিল কোভিড-১৯ যুক্তরাষ্ট্রে বড় মহামারিতে রূপ নেবে।

‘তবে প্রেসিডেন্ট তা শুনতে চাননি। কারণ তার বড় উদ্বেগের জায়গা ছিল যে এটি নির্বাচনের বছর। তিনি মনে করছিলেন এতে তার কথিত সফলতার রেকর্ডে প্রভাব পড়বে’—অভিযোগ করেন অলিভিয়া।

তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে প্রেসিডেন্ট নিজের ছাড়া অন্য কারও কথা ভাবেন না। তিনি যদি ভাইরাসকে গুরুত্ব সহকারে দেখতেন তবে এর বিস্তার ঠেকানো যেতো, মানুষের প্রাণ বাঁচানো যেতো।’