দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ার করলো উত্তর কোরিয়া

মৎস্য কর্মকর্তার মরদেহ খুঁজতে উত্তর কোরিয়ার পানিসীমায় প্রবেশের ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে পিয়ংইয়ং। এ ধরনের তল্লাশি অভিযান দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াবে বলে হুঁশিয়ার করেছে তারা। সিউলকে উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছে, গুলিতে নিহত দক্ষিণ কোরীয় কর্মকর্তার মরদেহ খুঁজে বের করতে তারা নিজেরাই তল্লাশি চালাবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২২ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার মৎস্য বিভাগের এক কর্মকর্তাকে গুলি চালিয়ে হত্যা করে। সিউলের সেনাদের অভিযোগ, গুলি করার পরে উত্তর কোরিয়ার সেনারা ওই কর্মকর্তার শরীর আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উত্তর কোরীয় নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান। এ ঘটনায় তদন্তের জন্য পিয়ং ইয়ংয়ের প্রতি আহ্বান জানায় সিউল। যৌথ তদন্তেরও প্রস্তাব দেওয়া হয়।

রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, মরদেহ খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে এবং খুঁজে পেলে কীভাবে তা হস্তান্তর হবে সে পরিকল্পনাও হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহের সন্ধানে থাকা দক্ষিণ কোরীয় জাহাজগুলো উত্তর কোরীয় পানিসীমায় চলে এসেছে।

দক্ষিণ কোরিয়াকে এ ব্যাপারে হুঁশিয়ার করে কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ‘আমরা দক্ষিণ কোরিয়াকে পশ্চিম সাগরে সেনামুক্ত রেখায় অনুপ্রবেশ না করার আহ্বান জানাচ্ছি। কারণ, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বাড়িয়ে দেবে।’