২০২৪ সালে চাঁদে নভোযান পাঠাবে আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, ২০২৪ সালে চাঁদে নভোযান পাঠাবে তার দেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) টুইটারে এ ঘোষণা দেন তিনি। এ পরীক্ষা সফল হলে আমিরাত হবে চাঁদে নভোযান পাঠানো চতুর্থ দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার টুইটারে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম লিখেছেন, ‘আমিরাতের তৈরি একটি লুনার রোভার ২০২৪ সালে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। এটি এমন জায়গায় অবতরণ করবে যেখানে আগে কখনও মানুষ অভিযান চালায়নি।’

 আমিরাতি প্রধানমন্ত্রী আরও জানান, প্রয়াত পিতা শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমের নামে রোভারটির নাম রাখা হবে রশিদ। দেশের ভূমিতে দেশের প্রকৌশলীরাই এটি তৈরি করবেন।

 এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পাঠানো যান চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সক্ষম হয়েছে। ভারত, ইসরায়েল ও জাপান চন্দ্রযান পাঠানোর চেষ্টা করলেও তাদের অভিযান ব্যর্থ হয়েছে।