আত্মরক্ষায় কার্যকরী সমরাস্ত্র প্রস্তুত রাখার দাবি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া দাবি করেছে, আত্মরক্ষার জন্য নির্ভরযোগ্য ও কার্যকরী যুদ্ধ সরঞ্জামাদি তাদের কাছে রয়েছে। দেশটি এখন নিষেধাজ্ঞা কবলিত অর্থনীতির উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘে নিয়োজিত উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং এমন দাবি করেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে কিম বলেন, কোরীয় উপত্যকায় এখনও স্টিলথ যুদ্ধবিমানের মতো সমরাস্ত্র এখনও ব্যবহার করা হচ্ছে এবং তা উত্তর কোরিয়ার জন্য হুমকিমূলক।

কিম সং আরও বলেন, ‘কোনও দেশ যখন একাই যুদ্ধ প্রতিরোধ করার মতো পুরোপুরি শক্তি অর্জন করে, তখনই কেবল যথাযথ শান্তি প্রতিষ্ঠা করা যায়। আমাদের বেল্টগুলোকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা আত্মরক্ষার জন্য নির্ভরযোগ্য ও কার্যকরী যুদ্ধ প্রতিরোধক অর্জন করতে পেরেছি আমরা। কোরীয় উপত্যকা এবং অঞ্চলটির শান্তি ও নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করা যাবে।’

এ প্রতিনিধি দাবি করেন, দেশ ও জনগণের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের পর উত্তর কোরিয়া এখন অর্থনৈতিক পুনর্গঠন প্রচেষ্টার দিকে মনোনিবেশ করেছে।