ব্রিটেনে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিল লিডার হলেন হামিদা

সাউথ ইস্ট লন্ডনের ক্রয়োডন বারার উডসাউড এলাকার কাউ‌ন্সিলর হা‌মিদা আলি সেখানকার কাউন্সিল লিডার নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে বাংলা‌দেশি বং‌শোদ্ভূত প্রথম কোনও নারী হি‌সে‌বে কাউ‌ন্সিল লিডার নির্বাচিত হওয়ার রেকর্ড গ‌ড়ে‌ছেন তিনি। ক্রয়োডন নর্থ লেবার পা‌র্টির চেয়ারপারসন ইসলাম উদ্দীন শুক্রবার বাংলা ট্রিবিউন‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।

1

যুক্তরাজ্যে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার নির্বাচন। একজন মেয়র বা লিডারের নেতৃত্বে কাউন্সিল মন্ত্রিসভা স্থানীয় সরকার পরিচালনা করে থাকে। স্থানীয় সরকার নিজের আওতাধীন এলাকার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজ পরিচালনা করে থাকে।

সাউথ ইস্ট লন্ডনের ক্রয়োডন বারার উডসাউড এলাকার কাউ‌ন্সিলর হা‌মিদা বৃহস্পতিবার দিনগত রাতে কাউ‌ন্সিল লিডার নির্বা‌চিত হন। এর আ‌গে ব্রিটে‌নের বি‌ভিন্ন বারায় ব্রিটিশ বাংলা‌দেশি পুরুষ কাউ‌ন্সিল লিডার নির্বা‌চিত হ‌লেও প্রথম ন‌ারী হি‌সেবে কাউ‌ন্সিল লিডার নির্বা‌চিত হওয়ার রেকর্ড করেছেন হামিদা আলি।

1

ক্রয়োডনের সদ‌্য সা‌বেক মেয়র হুমায়‌ুন কব‌ীরও বাংল‌া‌দেশি বং‌শোদ্ভূত।