শীর্ষ বিদ্রোহী নেতার মৃত্যুতে সিরিয়ার শান্তি আলোচনা নিয়ে শঙ্কা

বিমান হামলায় নিহত সিরিয়ার শীর্ষ বিদ্রোহী নেতা জাহরান আলুশআসছে ২৫ জানুয়ারি জেনেভায় সিরীয় সরকার আর বিদ্রোহীদের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনা যথাযথভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন সিরিয়ায় নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত স্টাফেন দ্য মিস্তুরা। অন্যদিকে আলোচনায় বসতে সম্মতি জানালেও সম্প্রতি বিমান হামলায় সিরিয়ার শীর্ষ বিদ্রোহী নেতা জাহরান আলুশের মৃত্যুর পর আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির বিদ্রোহীদের মনোনীত প্রধানমন্ত্রী আহমদ তুমাহ ।
শনিবার এক বিবৃতিতে জাতিসংঘের দূত মিস্তুরা জানান, ‘নির্ধারিত সময়ে যেন সিরিয়ার দু’পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে জোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত যেসব অগ্রগতি হয়েছে তাতে এ পর্যায়ে এসে কোনওভাবেই আলোচনা ভেস্তে যেতে দেওয়া ঠিক হবে না।’

এদিকে সম্প্রতি বিদ্রোহী নেতা জাহরান আলুশের মতো সিরিয়ার আরও অনেক বিদ্রোহী নেতাকে হত্যা করা হতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন বিদ্রোহীদের মনোনীত প্রধানমন্ত্রী আহমদ তুমাহ। তিনি বলেন, ‘চলমান শান্তি প্রক্রিয়াকে বানচাল করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আরও অনেক শীর্ষস্থানীয় বিদ্রোহীকে হত্যা করতে পারে। আলুশকে হত্যার মধ্য দিয়ে এমন একজন মানুষকে হত্যা করা হলো যিনি সিরিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।’

তবে জেনেভা আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন আহমদ তুমাহ। সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই

 

/এফইউ/বিএ/