পোলিও প্রাদুর্ভাবের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র

করোনা মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্রে নতুন করে পোলিও প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে টিকা পৌঁছাতে বিলম্বের কারণে পোলিও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া যথাযথ নজরদারির অভাবেও পরিস্থিতির অবনতি ঘটতে পারে।noname

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারির সময়ে এই অঞ্চলে পোলিওর প্রাদুর্ভাব ঠেকাতে এর টিকার ব্যাপারে মনোযোগ দিতে হবে এবং এ সংক্রান্ত নজরদারি বজায় রাখতে হবে।

পিএএইচও-এর পরিচালক কারিসা এটিনি বলেন, একটি অঞ্চল হিসেবে আমরা এর আগে একবার পোলিওকে পরাজিত করেছি। তবে পোলিও টিকা সংক্রান্ত প্রচারণা কমে গেলে আমরা আবারও পোলিও সংক্রমণের ঝুঁকিতে পড়বো। ফলে অন্যরা কী করছে সেদিকে তাকানোর চেয়ে আমাদের নিজেদের সুরক্ষিত রাখা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ভ্যাকসিনি ও নজরদারির ওপর জোর দিতে হবে।

কারিসা এটিনি বলেন, বিদ্যমান মহামারি পরিস্থিতির কারণে যাতে আমাদের অর্জন হারিয়ে না যায় সেজন্য বাড়তি কঠোর পরিশ্রম করতে হবে। সূত্র: সিএনএন।