ভারতের অনলাইন বাজারে গোবর বিক্রির ধুম!

ভারতে বহুদিন আগেই বিকশিত হয়েছে অনলাইন বাজার। তবে এ বছর ছুটি ও শীতের মৌসুমে অনলাইন বাজার ছেয়ে গেছে গরুর বিষ্ঠা বা গোবর দিয়ে তৈরী করা এক পণ্যে। পণ্যটি হচ্ছে  ঐতিহ্যবাহী ভারতীয় জ্বালানি ঘুঁটে।

ঘুঁটে তৈরি হয় গোবর, মাটি ও পানি মিশিয়ে। সাধারণত গ্রামাঞ্চলের নারীরা বাড়িতেই তৈরি করেন এই জ্বালানি। বিক্রিও করেন নিজেরাই।  

ভারতের ঐতিহ্যবাহী জ্বালানি ঘুঁটেভারতীয় নানা উৎসবে গোবরের তৈরি এই জ্বালানির প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহার রয়েছে। হোলির সময়ে গ্রামের খোলা জায়গায় স্তূপাকৃতি ঘুঁটে সাজিয়ে রাখতে দেখা যায়।
তবে অনলাইনে ঘুঁটে বিক্রি এই প্রথম। অ্যামাজন ও ইবেসহ বেশ কিছু অনলাইন বাজার গ্রামের এই জ্বালানিটি বড় শহর ও নগরগুলোতে বাজারজাত ও সরবরাহ করছে।
কিছু বিক্রেতা জানিয়েছেন, বড় ফরমাশের জন্য মূল্যছাড় দিচ্ছেন তারা। অনেক ক্রেতা উপহার দেওয়ার মত প্যাকেট করে ফরমাশ করা ঘুঁটে সরবরাহ পেতে আগ্রহ প্রকাশ করেছেন।সূত্রঃএনডিটিভি

/ইউআর/বিএ/