ফের আইসোলেশনে বরিস জনসন

ফের সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব‌রিস জনসন। স্থানীয় সময় রবিবার রা‌ত সাড়ে ৯টার দিকে বিবিসি তার আইসোলেশনে যাওয়ার খবর জানিয়েছে।

এর আগে করোনার প্রথম ঢেউয়ে কয়েক মাস পুরো যুক্তরাজ্য যখন পর্যুদস্ত তখন করোনায় আক্রান্ত হন বরিস জনসন। আশঙ্কাজনক অবস্থায় একপর্যায়ে তাকে আইসিইউ-তে নেওয়া হয়। পরে সুস্থ হয়ে কাজে যোগ দেন তিনি।

ব‌রিস জনসন ক্ষমতায় এসেছিলেন যুক্তরাজ্যের ব্রেক্সিট যেকোনও উপায়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে। নো ডিল ব্রেক্সিটের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই। কীভাবে হবে, সে নিয়ে তিনি বরাবরই রহস‌্য রেখে গেছেন।

ব‌রিস যখন মোটামু‌টি ব্রেক্সিট নিয়ে আবার মাঠে তখন গত শ‌নিবার পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডোমিনিক কামিংস। সরকারের পেছনের সারির মন্ত্রীরা এখনও বলছেন, ব্রেক্সিট নিয়ে জটিলতা কাটিয়ে ওঠার সময় শেষ হয়ে যায়নি।

ডোমিনিকের পদত্যাগকে সরকার পুনর্গঠনের এক ধরনের সুযোগ হিসেবেও আখ্যায়িত করছেন কোনও কোনও বিশ্লেষক।