আফগান ব্যবসায়ীর বিরুদ্ধে মার্কিন সেনাকে ঘুষ দেওয়ার অভিযোগ গঠন

কান্দাহার বিমান ঘাঁটিকোটি কোটি ডলারের কাজ পাইয়ে দিতে মার্কিন সেনাদের ঘুষ দেয়ার অভিযোগে একজন আফগান ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মার্কিন প্রসিকিউটররা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর অভিযোগ, হিকমতউল্লাহ সাদমান নামের ওই ব্যবসায়ী পরিবহন এবং ভারী যন্ত্রপাতি সরবরাহের কাজ পেতে অন্তত দুইজন মার্কিন সেনাকে ঘুষ দিয়েছেন।
প্রসিকিউটরদের দাবি, ওই দুই সেনা আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে কাজ করার সময় তাদের ঘুষ দেন ব্যবসায়ী সাদমান। অভিযোগ সম্পর্কে এখনও সাদমানের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এরআগে মার্কিন বিচার বিভাগের তরফে নির্মাণ প্রতিষ্ঠানের মালিক সাদমানের ব্যাংক একাউন্ট জব্দ করে দেয়া হয়। ২৩ ডিসেম্বর নর্থ ক্যারোলিনার ফেডারেল আদালতে এই অভিযোগ গঠন করা হয়।
উল্লেখ্য, এ ঘটনায় ঘুষ নেয়ার অপরাধে এরইমধ্যে ১০ মাসের কারাদণ্ড ভোগ করেছেন একজন মার্কিন সেনা। অপর একজনের সামনের মাসে সাজা হওয়ার কথা রয়েছে।
/বিএ/