আলিবাবার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীন

একচেটিয়া ব্যবসায়ী চর্চার বিরুদ্ধে টেক জায়ান্ট আলিবাবার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর) এই ঘোষণা দিয়েছে। এর আগে প্রতিদ্বন্দ্বিদের প্লাটফর্ম থেকে পণ্য সরিয়ে নিতে ব্যবসায়ীদের বাধ্য করা নিয়ে আলিবাবাকে সতর্ক করে দেয় এসএএমআর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।noname

আলিবাবার বিরুদ্ধে একচেটিয়া ব্যবসায়ী আচরণের এই তদন্ত হচ্ছে তথাকথিত ‘দুইটি থেকে একটি বেছে নেওয়ার’ চর্চাকে কেন্দ্র করে। এই চর্চায় ব্যবসায়ীদের সঙ্গে এমন একটি সহায়তা চুক্তি করা হয় যাতে তারা প্রতিদ্বন্দ্বি কোনও প্লাটফর্মে পণ্য বিক্রি করতে পারে না।

সম্প্রতি আকার ও ক্ষমতায় বাড়তে থাকা আলিবাবা এবং টেনসেন্টের মতো টেক জায়ান্টদের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষা জোরালো করেছে চীন। লাখ লাখ বাসিন্দা কেনাকাটা ও ব্যয়নির্বাহ করতে এসব প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হয়ে উঠতে থাকায় উদ্বিগ্ন হয়ে উঠেছে দেশটির নিয়ন্ত্রকেরা।

জ্যাক মা প্রতিষ্ঠিত আলিবাবা ইতোমধ্যে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত অভিযানের মুখোমুখি হয়েছে। গত মাসে এর সহযোগী একটি প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের শেয়ার বাজারে তালিকাভুক্তিকরণ স্থগিত করতে বাধ্য করা হয়। পূর্বে আলিপে নামে পরিচিত এই কোম্পানিটির তালিকাভুক্তি অন্যতম বড় বিনিয়োগ হয়ে উঠার কথা ছিলো।