জর্ডানের সীমান্তে সিরিয়া-রাশিয়ার যৌথ হামলা

সিরিয়ার শেক মাস্কিন অঞ্চল জর্ডানের সীমান্তে  রাশিয়ার যুদ্ধ বিমানের সহায়তা নিয়ে হামলা চালিয়েছে সিরিয়ার সরকারী বাহিনী। বিদ্রোহী এবং স্থানীয় সূত্র বুধবারের ওই সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছে।  
পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার বিমান হামলা। দক্ষিণাঞ্চলীয় দিরা প্রদেশের নিয়ন্ত্রণ পেতে হলে শেখ মাস্কিন দখল করা সিরিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
বিদ্রোহীদের নেতা আবু আলা আল-হাউরানি সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘সেনাবাহিনী এগিয়ে আসছে। রাশিয়ান বিমান অবিরাম হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আমাদের ওপর ৪০টিরও বেশি হামলা হয়েছে।’
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে রাশিয়ান সেনা প্রবেশের পর সিরিয়া সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে এটাই প্রথম আঘাত। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই বিদ্রোহীরা আল-কায়েদা দ্বারা প্রভাবিত। সূত্র: আল জাজিরা
/ইউআর/বিএ/