করোনার টিকা নিলেন ব্রিটিশ রানি ও ডিউক অব এডিনবার্গ

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বাকিংহাম প্রাসাদের তরফে জানানো হয়েছে শনিবার এই যুগল টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাইনিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ করা হয় না। তবে এবার রানি এবং তার স্বামীর টিকা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বোঝা যাচ্ছে যে রানি চেয়েছেন, টিকা নেওয়ার তথ্য জনগণের সামনে উন্মুক্ত করা হোক।

রাজ পরিবারের সূত্রের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, উইন্ডসর প্রাসাদে রাজ পরিবারের একজন চিকিৎসক রানি এবং তার স্বামীকে টিকা প্রয়োগ করেন। ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ লকডাউনের সময় সেখানেই অবস্থান করছেন।

যুক্তরাজ্যে ইতোমধ্যে দশ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিশাল এলাকা জুড়ে লকডাউন আরোপ করা হয়েছে।