এবার বন্ধ হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইউটিউবের শর্ত লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

একই অভিযোগে কদিন আগেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। তবে ইউটিউব চ্যানেলটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক সপ্তাহ পর তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর এখনও পর্যন্ত ইউটিউব হচ্ছে একমাত্র উল্লেখযোগ্য মাধ্যম যেটি ট্রাম্পকে বয়কট করেনি। ওই হামলার পরপরই তাকে ব্লক করে দেয় টুইটার, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের চ্যানেলের একটি বিশেষ ভিডিও ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। এটি যে প্ররোচনামূলক সে বিষয়ে কোনও সন্দেহ নেই যে। এ কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিমালা ভঙ্গের দায়ে চ্যানেলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাত দিন নতুন ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিম করা যাবে না। এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, ট্রাম্পের চ্যানেলটিতে প্রায় ২৮ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এতে মোট চার হাজার ৩১২টি ভিডিও রয়েছে। সূত্র: নিউজ ১৮।