‘ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখে পৌঁছাবে’

আগামী ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখে পৌঁছাবে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে নিজের এমন আশঙ্কার কথা জানান তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪১ লাখ দুই হাজার ৪২৯। মৃত্যু হয়েছে চার লাখ এক হাজার ৮৫৬ জনের।

ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউজে জো বাইডেনের অভিষেক নিয়েও কথা বলেন রন ক্লেইন। তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি একটি নিরাপদ অভিষেক অনুষ্ঠানের ব্যাপারে নিরাপত্তা বাহিনীর প্রতি তার আত্মবিশ্বাস রয়েছে।