আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় দুই নারী বিচারপতি নিহত

আফগানিস্তানের কাবুলে বন্দুকধারীর হামলায় সেদেশের সুপ্রিমকোর্টের দুই নারী বিচারপতি নিহত হয়েছেন। রবিবার (১৭ জানুয়ারি) সকালে গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার পথে কালা আল ফাতুল্লাহ এলাকায় এ হামলা হয়। তাদের গাড়ি চালকও আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আফগানিস্তানে গত কয়েক মাসে লাগাতার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন সেদেশের রাজনীতিবিদ, সাংবাদিক, ডাক্তার, আইনজীবীরা। বিগত কয়েক মাসে হামলার একটি নতুন ধারা দেখছেন বিশেষজ্ঞরা। যেখানে ক্রমাগত প্রাণে মেরে ফেলা হচ্ছে দেশের শীর্ষস্থানীয়দের। রবিবার (১৭ জানুয়ারি) সে তালিকায় যুক্ত হলেন নারী বিচারপতিরা। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা চলার মধ্যেই এ হামলা হলো। এখন পর্যন্ত কোনও সশস্ত্র সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

সুপ্রিম কোর্টকে এর আগেও জঙ্গিদের হামলার শিকার হতে হয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে এক আত্মঘাতী হামলায় কুড়ি জনের মৃত্যু হয়। আহত হন ৪১ জন।