অভিষেকের কয়েক ঘণ্টার মধ্যেই অভিবাসন নীতি বদলাবেন বাইডেন

হোয়াইট হাউজে অভিষেকের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রশাসনের বিদ্যমান অভিবাসন নীতি পরিবর্তন করবেন জো বাইডেন। শনিবার বাইডেন প্রশাসনের সম্ভব্য চিফ অব স্টাফ রন ক্লেইন এ তথ্য জানিয়েছেন।

রন ক্লেইন জানান, জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাহী আদেশে বিদায়ী প্রেসিডেন্টের বিতর্কিত কতগুলো সিদ্ধান্ত বদলে দেবেন। তিনি ট্রাম্পের কথিত মুসলিম নিষেধাজ্ঞা তুলে নেবেন। প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগ দেওয়ার ঘোষণা দেবেন। সরকারি অফিসে এবং বিভিন্ন রাজ্যে চলাচলের ক্ষেত্রে মাস্ক পরিধান বাধ্যতামূলক করবেন।

শিক্ষার্থীদের ঋণ পরিশোধের সময় বাড়ানো এবং করোনা সংকটে জর্জরিত বিশাল জনগোষ্ঠীকে সহায়তার মতো বিষয়গুলোও নতুন প্রশাসনের অগ্রাধিকার তালিকায় থাকবে বলে জানান রন ক্লেইন।

২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কিছু দিন পরই সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। পরে সেটি মুসলিম নিষেধাজ্ঞা হিসেবে পরিচিত হয়। তবে গত নির্বাচনের আগেই বাইডেন ঘোষণা দেন, ক্ষমতায় এলে হোয়াইট হাউজে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। এখন বাইডেন নির্বাচিত হওয়ায় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, এখন বাইডেন প্রশাসন চাইলে খুব সহজেই নির্বাহী আদেশে ওই সিদ্ধান্ত উল্টো দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে। সূত্র: ভয়েস অব আমেরিকা, আল জাজিরা।