বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্যকর শহর মদিনা: ডব্লিউএইচও

বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্যকর শহরের মর্যাদা পেয়েছে সৌদি আরবের পবিত্র মদিনা নগরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তরফ থেকে এমন স্বীকৃতি মিলেছে।

ডব্লিউএইচও জানিয়েছে, স্বাস্থ্যকর শহরের যেসব বৈশ্বিক মানদণ্ড রয়েছে তার সবকটি পূরণ করেছে মদিনা। এর ভিত্তিতেই এটিকে স্বাস্থ্যকর শহরের স্বীকৃতি দেওয়া হয়েছে।

২০ লাখের বেশি জনসংখ্যা রয়েছে এমন বৃহৎ শহরগুলোর মধ্যে মদিনাই প্রথম ডব্লিউএইচও-এর স্বাস্থ্যকর শহরের তালিকায় নাম লেখালো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘একটি স্বাস্থ্যকর শহর হচ্ছে সেটি যা ক্রমাগত শারীরিক ও সামাজিক পরিবেশ তৈরি ও এর উন্নয়ন করে। কমিউনিটি রিসোর্চ প্রসারিত করে, যা মানুষকে যাবতীয় কাজ সম্পাদন এবং তাদের সর্বাধিক সম্ভাবনার উন্নয়ন ঘটাতে সমর্থ করে তোলে।’

সরকারি, বেসরকারি ও স্বোচ্ছাসেবী ২২টিরও বেশি সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপ কাজে সহায়তা করেছে। জরিপের কৌশলগত অংশীদার ছিল স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়।Medina 03

তাইবাহ বিশ্ববিদ্যালয়ের রেক্টর ও কমিটির চেয়ারম্যান ডক্টর আবদুল আজিজ আল সরণি বলেছেন, এই কর্মসূচিতে স্বাস্থ্য খাতকে প্রভাবিত করে এমন পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক দিকগুলো উন্নত করার লক্ষ্যে একটি প্রতিরোধমূলক পরিকল্পনা ছিল।

মদিনায় ডব্লিউএইচও-র স্বাস্থ্যকর শহর প্রোগ্রামের সমন্বয়কারী আহমেদ বিন ওবায়দ হামাদ। তিনি বলেন, মদিনায় স্থানীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার জন্য যে সুপারিশ করা হয়েছে তা শহরের কর্মসূচির বৃহত্তম প্রাপ্তি এবং আমরা সবাই এর জন্য গর্বিত। সূত্র: গালফ নিউজ।