বেসরকারি কারাগারের ওপর নির্ভরতা কমানোর নির্দেশ বাইডেনের

যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে পরিচালিত কারাগারের ওপর নির্ভরতা বন্ধ করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে প্রায় ১ লাখ ৫২ হাজার কারাবন্দি রয়েছে। এর মধ্যে ১৪ হাজারেরও বেশি কেন্দ্রীয় বন্দিকে রাখা হয়েছে বেসরকারি ব্যবস্থাপনাধীন ফ্যাসিলিটিতে। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে অনেককে কারাগারের বদলে বাড়িতে বন্দি অবস্থায় রাখায় কয়েদির সংখ্যা হ্রাস পেয়েছে। এরইমধ্যে কয়েকটি বেসরকারি কারাগারের সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়নি ফেডারেল ব্যুরো অব প্রিজন্স কর্তৃপক্ষ।

মঙ্গলবার নির্বাহী আদেশে স্বাক্ষরের মধ্য দিয়ে বাইডেন অ্যাটর্নি জেনারেলদের নির্দেশ দিয়েছেন তারা যেন বেসরকারিভাবে পরিচালিত আটক কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি নবায়ন না করে। তিনি বলেন, ‘কারারুদ্ধ করার মাধ্যমে করপোরেশনগুলো যে মুনাফা করে থাকে তা বন্ধ করে দেওয়ার এটাই প্রথম পদক্ষেপ।

বাইডেনের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বেসরকারি কারাগার পরিচালনাকারী কোম্পানিগুলো। তাদের দাবি, করোনা মহামারি পরিস্থিতির কারণে এসব কোম্পানি এমনিতেই অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে আছে। তার মধ্যে এ ধরনের আদেশ দেওয়ার কারণে এখানকার অনেক কর্মী বেকার হয়ে পড়বে।