জার্মানির শরণার্থী শিবিরে থাকতেন প্যারিসের পুলিশ স্টেশনে হামলাকারী

ফ্রান্সের ব্যঙ্গপত্রিকা শারলি এবদো হামলার বর্ষপূর্তিতে প্যারিসের পুলিশ স্টেশনে ছুরি হাতে হামলার চেষ্টা করে পুলিশের গুলিতে নিহত ব্যক্তি জার্মানির শরণার্থী শিবিরে বসবাস করতেন। জার্মান পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পুলিশ স্টেশনে হামলার পর ফ্রান্সে সতর্কতা জারি করা হয়েছে
পুলিশ জানায়, ওই ব্যক্তি ২০১৩ সালে ফ্রান্সের এক ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। তবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে কোন দেশ থেকে এসেছেন তা এখনও স্পষ্ট হয়নি।
জার্মান পুলিশ জানায়, শরণার্থী শিবিরে যে কক্ষে তিনি থাকতেন তার দেয়ালে ইসলামিক স্টেটের একটি প্রতীক আঁকা রয়েছে।  
জার্মানির এক সংবাদ মাধ্যম জানায়, জার্মানি ও ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় সংঘাতে জড়িয়েছেন ওই ব্যক্তি। তিনি বিভিন্ন সময়ে মরোক্কান, তিউনিশিয়ান ও সিরিয়ান হিসেবে চিহ্নিত হয়েছেন। সূত্র: বিবিসি

/ইউআর/ বিএ/