ল্যামডা ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও মারাত্মক

করোনাভাইরাসের ল্যামডা ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও মারাত্মক উল্লেখ করে সতর্ক করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির গবেষকরা বলছেন, এই ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম।

বিশ্বজুড়ে ডেল্টার বিস্তারের মধ্যেই ল্যামডা ভ্যারিয়েন্টের সংক্রমণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। তারা বলছেন, এটি মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত চার সপ্তাহে এ নিয়ে ৩০টি দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

যুক্তরাজ্যে ছয় জনের দেহে ল্যামডা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। নতুন নতুন দেশে এর সংক্রমণ বিস্তারে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা - ডব্লিউএইচও।

গত বছর ডিসেম্বরে পেরুতে ল্যামডা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। পেরুতে গত মে থেকে জুনে ৮২ শতাংশ মানুষ ল্যামডায় আক্রান্ত হয়েছেন। প্রতিবেশী চিলিতে এই হার এক-তৃতীয়াংশ। এটি ইঙ্গিত দেয়,করোনাভাইরাসের মূল স্ট্রেইনের চেয়ে এটি বেশি সংক্রামক। 

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভাইরাস নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। দেশটির ওয়েলকাম সাঙ্গার ইন্সটিটিউটের কোভিড-১৯ জিনোমিক্স ইনিশিয়েটিভ জানায়, অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ল্যামডার অস্বাভাবিক মিউটেশনের কারণে এই স্ট্রেইনের হুমকি সঠিকভাবে নিরূপণ করা কঠিন। তবে এ নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন বলেও জানায় প্রতিষ্ঠানটি।