প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভানুয়াতুর পোর্ট-অলরি উপকূলে ভূমিকম্প আঘাত হানে। ফলে সুনামির সতর্ক সংকেত দেখানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বুধবার রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের ফলে এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্প্রতি হাইতিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে মৃতের সংখ্যা এখনও বাড়ছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজারে। চলছে উদ্ধারকাজ।