বিশ্বব্যাপী ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বড় ধরনের গোলযোগ দেখা দিয়েছে এই তিনটি মাধ্যমে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটিতে রাত ৯টা থেকে এই সমস্যা দেখা দেয়।

অনেক দেশ থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢোকা যাচ্ছে না। কোথাও বা নিউজ ফিড রিফ্রেশ হচ্ছে না। ফেসবুকের মালিকানধীন তিনটি অ্যাপেই সমস্যা দেখা দেয়। এদিকে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ এক টুইটবার্তায় সমস্যার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

হোয়াটসঅ্যাপের টুইট

সোমবার সন্ধ্যার পর থেকে ফেসবুকের ওয়েবসাইটে গেলে সেখানে একটি বার্তা দেখা যায়। তাতে বলা হয়, ‘দুঃখিত, কোনো একটি সমস্যা হচ্ছে। সমাধানে আমরা কাজ করছি। শিগগিরই ঠিক হয়ে যাবে।’ 

ফেসবুকের ক্ষেত্রে এ ধরণের সমস্যা খুবই কমই দেখা যায়। তবে ২০১৯ সালে বড় ধরনের বিভ্রান্তের সম্মুখীন হতে হয়েছিল ব্যবহারকারীদের। তখন নিয়মিত রক্ষণাবেক্ষণ চলাকালীন সমস্যা হয়েছিল বলে জানায় সংশ্লিষ্টরা।