হত্যা মামলা থেকে মোশাররফের অব্যাহতি

পারভেজ মোশাররফএক হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মোশাররফ। ২০০৬ সালে বেলুচিস্তানের নেতা নওয়াব আকবর খান বুগতি হত্যা মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। পাশাপাশি অব্যাহতি পেয়েছেন মামলার অন্য আসামিরাও।
অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ, বেলুচিস্তানের সাবেক গভর্নর ওয়েসিস আহমেদ ঘানি, বেলুচিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব খান শেরপাও।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন কুয়েটার সন্ত্রসাবাদ বিরোধী আদালত থেকে তাদের অব্যাহতি পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর ২০১৩ সালের মার্চে দেশে ফেরেন মোশাররফ। তাঁর বিরুদ্ধে চলমান তিনটি মামলার মধ্যে একটি ছিল এটি।
২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এবং বেশ কয়েকজন বিচারককে অন্তরীণ করার অভিযোগে এখনও মামলা রয়েছে মোশাররফের বিরুদ্ধে।
/বিএ/