নিউ ইয়র্কের নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি শাহানা হানিফ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান প্রার্থী শাহানা হানিফ। এর মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটিতে প্রথম কোনও মুসলিম নারী হিসেবে তিনি নির্বাচিত হলেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কেনসিংটন, পার্ক স্লোপ এবং সেন্ট্রাল ব্রুকলিন নিয়ে গঠিত কাউন্সিল ডিসট্রিক্ট-৩৯ থেকে জয়ী হন শাহানা হানিফ।

বিজয়ী হওয়ার পর রাতে এক বিবৃতিতে শাহানা বলেন, নিউ ইয়র্ক সিটির পাঁচ শতাধিক বছরের ইতিহাসে প্রথম মুসলিম সদস্য হিসেবে এবং ডিসট্রিক্ট ৩৯-এ প্রথম নারী হিসেবে জয়ী হতে পেরে আমি খুবই খুশি ও গর্বিত।

তিনি বলেন, আমরা একইসঙ্গে একটি বর্ণবাদবিরোধী ও নারীবাদী শহর গড়ে তুলছি। আমরা এমন একটি শহর পেতে পারি যেখানে সবচেয়ে অরক্ষিত মানুষটিকেও সুরক্ষা দেওয়া হবে। এমন একটি শহর যেখানে যথার্থ শিক্ষা, জলবায়ু সংকট মোকাবিলায় বিনিয়োগ থাকবে। আমাদের অভিবাসী প্রতিবেশীরা নিরাপদ বোধ করবেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস।