ছোট্ট মেয়ের ডাকাডাকি, ভাষণে ব্যাঘাত প্রধানমন্ত্রী জাসিন্ডার

ঘরে বসে করোনা পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভস্ট্রিমে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আর এমন সময় ছোট্ট মেয়ের ডাক, মাম্মি? বাধ্য হয়ে লাইভে কন্যাকে ঘুমাতে যেতে বলেন। শুধু তাই নয়, একপর্যায়ে লাইভ ছেড়ে চলে যেতে হয় মা জাসিন্ডাকে।

জেসিন্ডা আরডার্নের তিন বছরের মেয়ে নিভ। মেয়ের ডাকাডাকি শুনে জাসিন্ডা বলেন, ‘তোমার তো এখন ঘুমাতে যাওয়ার কথা। বিছানায় ফিরে যাও। কিছুক্ষণের মধ্যেই আসছি তোমার কাছে’।

কন্যা নিভকে ঘুমাতে বলে আবারও লাইভে ফেরার চেষ্টা করেন জাসিন্ডা। গুরুত্বপূর্ণ বিষয়ে যখন কথা বলা শুরু করেন তখন আবারও মেয়ের কণ্ঠ। ‘এত দেরি হচ্ছে কেন?’

কিছুটা অবাক হয়ে প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন, ‘আমি দুঃখিত। অনেক দেরি হচ্ছে।’ লাইভে আবারও দেশবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী জাসিন্ডা বলেন, ‘আমি শুধু যাব আর নিভকে ঘুম পাড়াব। কারণ এখন তার ঘুমানোর সবচেয়ে ভালো সময়। একটু মুচকি হেসে লাইভে যারা যুক্ত হয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

জাসিন্ডার কোলে মেয়ে। (ফাইল ছবি)

এমন ঘটনা এই প্রথমবারই নয়, ২০১৭ সালে কোরিয়ান বিশ্লেষক রবার্ট কেলি বিবিসিতে সাক্ষাৎকার দেওয়ার সময়ও লাইভে তার সন্তান ঢুকে পড়ে।

২০১৭ সালে নিউজিল্যান্ডের সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণ করেন জাসিন্ডা। ২০১৮ সালের ২১ জুন সরকারি অকল্যান্ড সিটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন।