'সেই উড়োজাহাজের নিহত আরোহীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু'

ইউক্রেনের বহুল আলোচিত বিধ্বস্ত হওয়া সেই উড়োজাহাজের নিহত আরোহীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ইরান। ২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র ভুলবশত ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয় ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ওই প্লেন। এতে উড়োজাহাজটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন।

ওই ১৭৬ জনের মধ্যে ৫৫ জনই ছিলেন কানাডার নাগরিক। ৩০ জন দেশটির স্থায়ী বাসিন্দা। বাকিরা অন্য তিনটি দেশের নাগরিক।

৭ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই ঘটনায় বিমানটির নিহত আরোহীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তেহরান বলছে, উড়োজাহাজটিতে যেসব দেশের নাগরিকরা ছিলেন তাদের সবার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ইরান প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এরইমধ্যে নিহতদের পরিবারকে প্রতিশ্রুত দেড় লাখ ডলারের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

তেহরানের দাবি, তাদের অবস্থান পরিষ্কার। কিন্তু অন্যান্য দেশগুলো নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নেওয়ার স্বার্থে এই বেদনাদায়ক ঘটনার সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

সম্প্রতি কানাডা, সুইডেন, ইউক্রেন ও যুক্তরাজ্যের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা গ্রুপ ডায়ালগ বা গোষ্ঠীগত সংলাপে বসবে না। ফলে বিষয়টি এখন আন্তর্জাতিক আইনের মাধ্যমে সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর চার দেশ।

চার দেশের এমন বিবৃতির পরই শুক্রবার ইরানের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরুর এই ঘোষণা এলো। সূত্র: আল জাজিরা।