রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগামী সপ্তাহে তার এ সফরে যাওয়ার কথা রয়েছে। মস্কোতে তাকে স্বাগত জানাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইরানের প্রেসিডেন্ট এমন সময়ে এই সফরে যাচ্ছেন যখন পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য তেহরানের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চাপ বাড়ছে।

রাশিয়া সফরে প্রেসিডেন্ট পুতিনসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন রাইসি। দুই প্রেসিডেন্টের আলোচনায় বিশেষ করে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের বিষয়টি প্রধান্য পাবে বলে প্রতীয়মান হচ্ছে।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইরানের পরমাণু চুক্তি বাঁচানোর আলোচনায় অগ্রগতি রয়েছে।