নিউ জিল্যান্ডে রেকর্ড ২৪৩ জনের করোনা শনাক্ত

নিউ জিল্যান্ডে শনিবার রেকর্ড ২৪৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কোভিডের উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন কর্মকর্তারা। তবে একইসঙ্গে লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

৫০ লাখ মানুষের দেশ নিউ জিল্যান্ড ২০২০ সালের গোড়ার দিক থেকে তার সীমান্ত বন্ধ করে রেখেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন অক্টোবরের মধ্যেই সীমান্ত পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন।

সীমান্ত বন্ধ, লকডাউন এবং কঠোর সামাজিক দূরত্বের নিয়মের ফলে দেশটিতে কোভিডের বিস্তার অপেক্ষাকৃত কম। পুরো দেশে ১৭ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। তবে ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই সংক্রমণ বাড়ার ব্যাপারে সতর্ক করে দেন কর্মকর্তারা।

কোভিড বিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, ‘আমি মানুষজনকে আতঙ্কিত না হয়ে পরিকল্পনা নেওয়ার অনুরোধ করছি। অসুস্থতা প্রতিরোধে আপনি যা করতে পারেন তা হলো টিকা নেওয়া এবং বুস্টার ডোজ নেওয়া।’