করোনার আরও ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা অরডার্ন বলেছেন, করোনা মহামারি ওমিক্রন ভ্যারিয়েন্ট দিয়েই বিদায় নেবে না। এ বছর নিউ জিল্যান্ডকে কোভিডের আরও ভ্যারিয়েন্টের জন্য প্রস্তত থাকতে হবে। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এমন সময়ে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করলেন যখন করোনাবিধি এবং ভ্যাকসিন ম্যান্ডেটের অবসানের দাবিতে রাজধানী ওয়েলিংটনের পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শত শত বিক্ষোভকারী।

জাসিন্ডা অরডার্ন বলেন, বিশেষজ্ঞদের মতামত হলো, এ বছর কোভিডের যেসব ভ্যারিয়েন্ট আসবে তার মধ্যে ওমিক্রনই শেষ ভ্যারিয়েন্ট নয়।

তিনি বলেন, ‘এটা শেষ হয়ে যায়নি। কিন্তু তার মানে এই নয় যে আমরা সামনে এগোতে পারবো না।’

মহামারি পরিস্থিতি মোকাবিলায় গত দুই বছর ধরে নিউ জিল্যান্ডে কঠিন করোনাবিধি প্রয়োগ করে জাসিন্ডা অরডার্নের নেতৃত্বাধীন সরকার। এমন নীতি দেশটিতে কোভিডের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করেছে। ৫০ লাখ মানুষের দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে।