বৃহত্তম সৌরজগতের সন্ধান

পৃথিবীর বৃহত্তম সৌরজগতের সন্ধানএখন পর্যন্ত সবেচেয়ে বড় সৌরজগৎ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই সৌরজগতে এত বড় গ্রহ রয়েছে যার নিজের কক্ষপথ থেকে ঘুরে আসতে প্রায় এক মিলিয়ন বছর সময় লাগে।
দ্য রয়াল অ্যাসট্রোনমিক্যাল সোসাইটির মাসিক পত্রিকায় এই সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।  
এই সৌরজগৎটি আমাদের সৌরজগৎ থেকে এক ট্রিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত বলে ধারণা করা হচ্ছে। আমাদের সৌরজগতের তুলনায় এর বিস্তৃতি প্রায় ১৪০ গুণ বেশি।
অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডঃ সিমন মারফি বলেন, ‘এই সৌরজগতটি দেখে আমরা চমৎকৃত হয়েছি। কেননা এটি যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে তার সঙ্গে আমাদের সৌরজগৎটির গঠন প্রক্রিয়ার কোন মিল নেই।’
তিনি আরও বলেন, ‘এটি ১০ মিলিয়ন থেকে ৪৫ মিলিয়ন বছর আগে গঠিত হয়ে থাকতে পারে।’ সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/