ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি পুলিশ নিহত

ডিসিও চেকপয়েন্টটি সাধারণত ভিআইপি, কূটনীতিক ও বিদেশি নাগরিকরা ব্যবহার করে থাকেনফিলিস্তিনি এক পুলিশ সার্জেন্টকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ, রামাল্লাহর কাছের এক সামরিক চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন তিনি। নিহতের নাম আমজাদ সুকারি এবং তিনি প্যালেস্টানিয়ান অথরিটি পুলিশের একজন সার্জেন্ট বলে নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের বেইত এল বসতির কাছের ডিসিও চেকপয়েন্টে হত্যা করা হয় এই পুলিশ সার্জেন্টকে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়েন ওই প্যালেস্টাইনি। সেসময় তিন সেনা সদস্য আহত হন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়া তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই ফিলিস্তিনি হামলাকারীকে গুলি করে ইসরায়েলি বাহিনী।
রামাল্লাহর কাছে অবস্থিত ডিসিও চেকপয়েন্টটি সাধারণত ভিআইপি, কূটনীতিক ও বিদেশি নাগরিকরা ব্যবহার করে থাকেন। 

গত ১ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ফিলিস্তিনিদের প্রতিরোধমূলক হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ ইসরায়েলি। সূত্র: আলজাজিরা

/এফইউ/বিএ/