রুশ তেলে নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করলো জাপান

রাশিয়া থেকে তেল আমদানির ওপর পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। বিষয়টি নিয়ে কথা বলেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী কোইচি হাগিউদা। তিনি বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হলে অবিলম্বে সেটি অনুসরণ বা বাস্তবায়ন করা জাপানের জন্য কঠিন হয়ে পড়বে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনা প্রকাশের পরই নিজ দেশের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র সফররত জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী।

হাগিউদা সাংবাদিকদের বলেন, ‘জাপানের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। অবিলম্বে পদক্ষেপ নিতে হলে আমাদের কিছু অসুবিধার মুখে পড়তে হবে।’

এদিকে বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিশিদাসহ মোট ৬৩ জন জাপানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। তাদের মধ্যে কর্মকর্তা, সাংবাদিক ও অধ্যাপকও রয়েছেন। তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি এবং প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশিরও নাম রয়েছে।

মস্কোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য বক্তব্য’ দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।