নারীত্বের অবমাননার অভিযোগে রামায়নের রামের বিরুদ্ধে মামলা

nonameহিন্দু ধর্মগ্রন্থ রামায়নের ঘটনাটা আমাদের সবারই কমবেশি জানা। মহাকবি বাল্মিকীর অমর সৃষ্টি এই পৌরাণিক কাহিনী। এই গ্রন্থজুড়ে রয়েছে রামের গুণকীর্তন। রামকে বলা হয়েছে অবতার। তবে সেই রামের বিরুদ্ধে মামলা করলেন একজন ভারতীয়। সোমবার সেই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
‘নিউজ এইটিন’ নামের এক ওয়েবসাইটের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ঠাকুর চন্দন সিংহ নামের এক আইনজীবীর অভিযোগ সীতাকে যথাযথ মর্যাদা দেননি রাম। সে কারণেই তার বিরুদ্ধে মামলা করেছেন ওই আইনজীবী। 
রামায়নের পৌরাণিক কাহিনী অনুযায়ী, রাবন সীতাকে অপহরণ করলে প্রতিশোধ নিতেই লঙ্কা আক্রমণ করেন রাম। তবে লঙ্কার যুদ্ধে জিতলেও অপহৃত সীতাকে ত্যাগ করেছিলেন তিনি। পৌরাণিক কাহিনী অনুযায়ী, সীতা সতীত্বের পরীক্ষা দিয়ে তাতে সফলভাবে উত্তীর্ণ হন সীতা। তারপর প্রজাদের মন রক্ষা করতে এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়েই সীতাকেই ত্যাগ করেন রাম। তাকে বনবাসে পাঠান।

ওই আইনজীবীর মতে, এটা একটা অন্যায়। এমন করে একজন নারীকে বনবাসে পাঠানো অমানবিক। রাম অন্যায় করায় তার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। ওই আইনজীবীর অভিযোগ,  রামচন্দ্র সীতাকে অপমান করেছেন। সেই কারণেই সীতামারি জেলার আদালতে মামলা দায়ের করেছেন তিনি। কেবল রাম নয়, তার ভাই লক্ষণের বিরুদ্ধেও মামলা করেছেন ওই আইনজীবী।  লক্ষ্মণের বিরুদ্ধে তার অভিযোগ, এই কাজে দাদাকে সাহায্যে করেছিলেন তিনি। সূত্র: জি নিউজ

/বিএ/