মস্কো দূতাবাস বন্ধ করবেন না: রাশিয়াকে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধের ফলে সৃষ্ট সংকট সত্ত্বেও মস্কোতে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা উচিত হবে না। কেননা, বিশ্বের বৃহৎ দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র অবশ্যই আলাপ-আলোচনা চালিয়ে যাবে। সোমবার এমন মন্তব্য করেছেন মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন জে সুলিভান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন জন জে সুলিভান। সম্প্রতি তার সঙ্গে কথা বলেছে রুশ সংবাদমাধ্যম তাস। আলাপকালে জন জে সুলিভান বলেন, ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই পরস্পরের সঙ্গে কথা বলার সক্ষমতা সংরক্ষণ করতে হবে।’

তাসের খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর বুকশেলফ থেকে লিও টলস্টয়ের লেখা অপসারণ বা পিয়োট্র চাইকোভস্কির সঙ্গীত বাজাতে অস্বীকৃতি জানানোর বিরুদ্ধেও সতর্কবার্তা উচ্চারণ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।