জেনেভায় সিরীয় শান্তি আলোচনা স্থগিত করেছে জাতিসংঘ

সিরীয়ায় যুদ্ধ বিধ্বস্ত একটি শহরপাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় যে শান্তি আলোচনা  চলছিল তা স্থগিত করেছে জাতিসংঘ। সংস্থাটির বিশেষ দূত স্ট্যাফান দ্য মিস্টুরা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা বিবিসিকে তিনি বলেন, আলোচনায় অগ্রগতির বড় অভাব রয়েছে। তবে এটাকে ‘ব্যর্থ’ বলে মেনে নিতে চান না তিনি।
মাত্র দুইদিন আগেই সিরীয় শান্তি আলোচনা শুরু হয়েছিল। আগামী ২৫ ফেব্রুয়ারি ফের আলোচনা শুরুর কথা রয়েছে।
সরকার আলেপ্পো দখলে থাকা বিদ্রোহীদেরএকটি গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন ছিন্ন করে দেওয়ার পর শান্তি আলোচনায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, সরকারি বাহিনী উত্তর-পশ্চিম আলেপ্পোর দুই  গুরুত্বপূর্ণ শহর নুবুল ও জাহরায় বিদ্রোহীদের প্রতিরোধ ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে।
বিদ্রোহীদের ওপর রুশ সমর্থিত আসাদ সরকারের চলমান হামলার মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ায় এমনিতেই বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে আসছিল।
বাসমা কদমানি নামে শান্তি আলোচনায় যোগ দেওয়া বিরোধী গ্রুপের এক সদস্য জানিয়েছেন, আলেপ্পোতে সরকারি বাহিনী যা করছে তার অর্থ হলো ‘আলোচনার কোনও মানে হয় না, বাড়ি চলে যাও।’

 জাতিসংঘের বিশেষ দূত স্বীকার করেছেন, শান্তি আলোচনায় সফলতার জন্য আমাদের আরও অনেক কিছু করতে হবে।

 

 /এমএসএম/