দেশে দেশে ঈদুল আজহার প্রস্তুতি (ফটো স্টোরি)

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ৯ জুলাই (শনিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তা পালিত হবে ১০ জুলাই (রবিবার)।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। কোরবানির পশু কেনা-বেচায় বিশ্বের বিভিন্ন দেশে বসে পশুর হাট।

হাজিদের মিনায় জড়ো হওয়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার হাজিরা শয়তানকে কঙ্কর নিক্ষেপের পর কোরবানি দেবেন

 

ফিলিস্তিনের গাজায় পশুর হাটে যাচ্ছে একটি গরু

 

 

মিসরের গিজায় একটি ব্যস্ত পশুর হাট। ঈদুল আজহায় কোরবানির জন্য পশু কিনেন মুসলিমরা

 

 

পাকিস্তানের পেশাওয়ারে হাটে বিক্রির জন্য উঠ প্রস্তুত করছেন এক বিক্রেতা

 

 

দুবাইয়ের পশুর হাটে একটি ছাগল

 

 

লাহোরে ছুরিতে ধার দিচ্ছেন একজন পাকিস্তানি কামার

 

 

পাকিস্তানের পেশাওয়ারে একটি কোরবানির গরু

 

 

পাকিস্তানের কোয়েটায় একটি গরুকে নিয়ে যাওয়া হচ্ছে হাটে

 

 

পাকিস্তানের পেশাওয়ারে একটি কোরবানির ছাগল

 

 

মিসরের একটি পশুর হাটে নিজের ভেড়া পরীক্ষা করছেন একজন বিক্রেতা

 

 

সানার একটি হাট থেকে কোরবানির ছাগল কিনে নিয়ে যাচ্ছেন এক ইয়েমেনি

 

 

পাখির চোখে সিরিয়ার মারেত মিসরিনের একটি পশুর হাট

 

 

ইয়েমেনের একটি পশুর হাটে ছাগল। ঈদের কারণে দাম বেড়েছে দ্বিগুণ

 

 

মিসরের গিজা প্রদেশে এমবামা জেলায় হাটে কোরবানির পশু কিনছেন মানুষ

 

 

সম্ভাব্য ক্রেতারা বিক্রির জন্য নিয়ে কিছু পশু পরীক্ষা করছেন

 

 

মিসরের গিজায় পশুর হাটে হাজারো মানুষের ভীড়