মেক্সিকোয় ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

মেক্সিকোয় নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন প্রাণ হারিয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী এক শীর্ষ মাদক সম্রাটকে গ্রেফতারের পর হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর এলো। শনিবার বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

খবরে বলা হয়েছে, শুক্রবার সিনালোয়া রাজ্যে নৌবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হন আরও একজন। উন্নত প্রযুক্তির সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ বের করা যায়নি। সিনালো রাজ্যে মাদক সম্রাট রাফায়েল ক্যারো কুইরেন্টরোকে গ্রেফতারের সঙ্গে বিধ্বস্তের কোনও সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার নয়।

শুক্রবার মেক্সিকান নৌবাহিনী কুখ্যাত মাদক সম্রাট রাফায়েল ক্যারো কুইন্টেরোকে গ্রেফতার হয়। ১৯৮৫ সালে মার্কিন মাদকবিরোধী এজেন্টকে হত্যা ও নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তার আটকের খবরে মেক্সিকো সরকারকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে।