জাস্টিন ট্রুডোকে পেয়ে ক্ষোভ ঝাড়লেন চীনা প্রেসিডেন্ট (ভিডিও)

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে তর্কে জড়ান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগের বৈঠকের বিষয়বস্তু ফাঁসের অভিযোগ তুলে ট্রুডোকে পেয়ে নিজের ক্ষোভ ঝাড়েন শি। তাদের তর্কের বিষয়টি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, দুই দেশের আলোচনার বিষয়বস্তু ফাঁস হওয়া নিয়ে চীনের প্রেসিডেন্ট জিনপিং ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা যা আলোচনা করেছি তার সবকিছুই সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে, এটি ঠিক হয়নি। শি জিনপিংয়ের সঙ্গে থাকা অনুবাদক জাস্টিন ট্রুডোকে ইংরেজিতে কথাগুলো শোনাচ্ছিলেন।

চীনা প্রেসিডেন্টের কথার প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু একসঙ্গে কাজ করা উচিত। আমরা স্বাধীন ও খোলামেলা আলোচনায় বিশ্বাসী এবং তা আমরা করে যাব। আমরা দৃঢ়ভাবে একসঙ্গে কাজ করে যাবো। কিছু থাকবে যা নিয়ে আমরা একমত নাও হতে পারি। এ নিয়েই আমাদের সামনে যেতে হবে। 

তিনি দোভাষীর মাধমে আরও বলেন, আসুন আমরা প্রথমে সেই পরিস্থিতি তৈরি করি। আলাপের এক পর্যায়ে দুই নেতাকে হাত মেলাতে দেখা যায়। পরে দু'জন দু'দিকে চলে যান।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার বালিতে জি২০ ভুক্ত দেশগুলোর সম্মেলনে চীনের প্রসিডেন্টের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। প্রায় ১০ মিনিটের বেশি সময় ধরে দুই শীর্ষনেতার মধ্যে বৈঠক চলে। গত তিন বছরে, এই প্রথম ট্রুডো-জিনপিং-এর মধ্যে বৈঠক হয়। চীনা প্রেসিডেন্টের অভিযোগ, বৈঠকের সব তথ্য সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করে দিয়েছেন ট্রুডো।

ভিডিও: