আরও সাতটি রুশ হেলিকপ্টার কিনছে বাংলাদেশ

রুশ সামরিক হেলিকপ্টারবাংলাদেশের জন্য আরও ৭টি নতুন হেলিকপ্টার তৈরি করছে রাশিয়া। এর আগে ২০১৫ সালে মস্কোর কাছ থেকে পাঁচটি রুশ এমআই-১৭১ হেলিকপ্টার কিনেছিল বাংলাদেশ। এরপর নতুন করে আরও হেলিকপ্টার সরবরাহের জন্য মস্কোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ঢাকা।
মঙ্গলবার রুশ হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠানের ডেপুটি সিইও আলেকজান্ডার শেরবিবিন জানান, সেই চুক্তির আওতায় বাংলাদেশের বিমান বাহিনীর জন্য কমব্যাট-ট্রান্সপোর্ট হেলিকপ্টারগুলো (এমআই-১৭১এসএইচ)  তৈরি করা হচ্ছে। বুধবার রাশিয়াভিত্তিক বার্তা সংস্থা স্পুটনিক এ খবর নিশ্চিত করেছে।


আলেকজান্ডার শেরবিবিন বলেন, ‘এ মুহূর্তে হেলিকপ্টারগুলো উলান উদে এভিয়েশন প্ল্যান্টে নির্মাণাধীন অব্স্থায় রয়েছে। ২০১৬ সাল শেষ হওয়ার আগেই এগুলো সরবরাহের পরিকল্পনা রয়েছে।’ ২০১৫ সালে বংলাদেশে পাঠানো হেলিকপ্টারগুলোও সন্তোষজনক মানসম্পন্ন ছিল বলে দাবি করেন তিনি।
এমআই-১৭১এসএইচ- এর নকশা মূলত ব্যক্তিগত হেলিকপ্টারের মতো। কিন্তু এটিকে সমরাস্ত্রে সজ্জিত করা যায়। এই হেলিকপ্টারের নির্মাতা প্রতিষ্ঠানটি রাশিয়ার সদর দফতর মস্কোতে অবস্থিত।

/এমপি/বিএ/