যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প, নাভাদায় হিলারি জয়ী

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে জয়ী হয়েছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার অনুষ্ঠিত এই বাছাইয়ে দলীয় মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতা থেকে বিদায় নিয়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ।

ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন

এদিকে, ডেমোক্র্যাটিকদের মধ্যে ভারমন্ট সিনেটর বারনি স্যানডার্সকে হারিয়ে নাভাদায় জয়ী হয়েছেন সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।   

নানা বিতর্কিত ও বিদ্বেষমূলক কথাবার্তার পরও রক্ষণশীল অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন প্রায় ১০ শতাংশ ব্যবধানে। সেখানে ২২ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে কাছাকাছি অবস্থান করছেন ক্রুজ ও রুবিও।

নির্বাচনি প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও জেব বুশ এই অঙ্গরাজ্যে ভোট পেয়েছেন মাত্র ৮ শতাংশ। জেবের পক্ষে তার ভাই যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার মা সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ প্রচারে নেমেছিলেন।

শনিবার রাতে সমর্থকদের প্রতি এক বক্তব্যে প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জেব বুশ। তিনি বলেন, ‘লোয়া, সাউথ ক্যারোলাইনা ও নিউ হ্যাম্পশায়ারের জনগণ তাদের কথা বলেছেন। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি।’  সূত্র: বিবিসি

/ইউআর/