প্লাস্টিক ব্যাগে নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা

বিশ্বের প্রথম দেশ হিসেবে পাতলা প্লাস্টিক ব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করলো নিউজিল্যান্ড। যা ফল বা সবজি বহনে ব্যবহৃত হতো দেশটিতে। এর আগে সুপারমার্কেটে মোটা প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা ছিল নিউ জিল্যান্ডে। শনিবার (১ জুলাই) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে দেশটিতে। সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির সহযোগী পরিবেশমন্ত্রী র‍্যাশেল ব্রুকিং বলেন, ‘মাত্রাতিরিক্ত প্লাস্টিক বর্জ্য তৈরি হয় নিউজিল্যান্ডে।’

তিনি আরও বলেছেন, ২০১৯ সালে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পর প্রায় ১০০ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমেছে। নতুন পদক্ষেপে প্রতি বছর আরও প্রায় ১৫ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার কমবে।

২০১৯ সালে দেশটির সুপারমার্কেট থেকে প্লাস্টিক ব্যাগ পরিবহনে নিষেধাজ্ঞা জারি দিয়েছিল সরকার। এরপর থেকে নিউ জিল্যান্ডের বেশিরভাগ ক্রেতা বাজার করতে হলে ব্যাগ নিয়ে বের হন। ইতোমধ্যে প্রায় ১৮৫টি সুপারমার্কেট পুনরায় ব্যবহারযোগ্য পলিয়েস্টারের মেশ ব্যাগ বিক্রি করা শুরু করেছে সরকার। সূত্র: বিবিসি