এক যুগের অভিমান ভুলে কাছে এলো তুরস্ক-মিসর

এক দশক পর আবারও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে মিসর ও তুরস্ক। সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশ ইতোমধ্যে রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সে জানা গেছে, আঙ্কারায় মিসরের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন আমর এলহামামি। অন্যদিকে সালিহ মুতলু সেন কায়রোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাবেন।

২০২১ সালে আঙ্কারা ও কায়রোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়। মিসর ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও সৌদি আরবের মতো অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক মেরামতের জন্য বৈদেশিক নীতির উদ্যোগ শুরু করেছে আঙ্কারা।

২০২২ সালের বিশ্বকাপে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান দোহায় হাত মেলানোর মধ্য দিয়ে আঙ্কারা-কায়রোর সম্পর্ক পুনরুদ্ধারে আলো দেখা যায়। এরই অংশ হিসেবে গত মে মাসে দুজন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হন।

উল্লেখ্য, ২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিসরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৯ সালে আদালতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মিসরের জননেতা মুরসির। সূত্র: রয়টার্স, আল জাজিরা