ইকুয়েডরের কারাগারগুলোতে জরুরি অবস্থা, জিম্মি অন্তত ১০০ কারারক্ষী

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো দেশের সব কারাগারে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কারাগারে সহিংসতার পরে ১৮ জনের মৃত্যু ও প্রায় ১০০ কারারক্ষীকে জিম্মি করে সন্ত্রাসীরা।

সহিংসতার পর সশস্ত্র বাহিনীকে কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন দেশটির সরকার প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

মঙ্গলবার প্রসিকিউটর অফিস টুইট করেছে, শনিবার থেকে সংঘর্ষের পর এখন পর্যন্ত ৩১ জন বন্দির মৃত্যু হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই জরুরি অবস্থা ৬০ দিনের জন্য কার্যকর হবে।

কারাগারের নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধার করতে সামরিক ও পুলিশকে অবিলম্বে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গুয়াকিল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে শনিবার থেকে সংগঠিত অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষ চলছে।