‘যুক্তরাষ্ট্রকে ইউক্রেন যুদ্ধের তথ্য দিতেন রবার্টোভিচ শোনভ’

মার্কিন কূটনীতিকদের কাছে ইউক্রেন সংঘাতের তথ্য দেওয়ার অভিযোগে এক রুশ নাগরিককে আটক করেছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। মার্কিন কনস্যুলেটের সাবেক কর্মচারীকে ভ্লাদিভোস্টক শহর থেকে সোমবার আটক করা হয়। 

এফএসবি এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তির নাম রবার্ট রবার্টোভিচ শোনভ। মস্কোতে মার্কিন দূতাবাসের একজন তথ্যদাতা হিসেবে তাকে অভিযুক্ত করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধের জেরে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক এমনিতেই তলানিতে। সর্বশেষ এই ঘটনাটি দেশ দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কে নতুন চাপ তৈরি করবে।

এফএসবি বলছে, গত বছরের সেপ্টেম্বরে মার্কিন কূটনীতিকদের কাছে সংঘাত ও সংহতি সম্পর্কে তথ্য হস্তান্তর শুরু করেছিলেন শোনভ। মস্কোতে মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের কূটনীতিক জেফরি সিলিন এবং ডেভিড বার্নস্টেইনের সঙ্গে তার আঁতাত ছিল।

এ ছাড়া আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই অঞ্চলে উত্তেজনা ছড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শোনভকে।

সূত্র: রয়টার্স