ভারতের দিল্লিতে হওয়া জি-২০ সম্মেলনকে ‘মাইলফলক’ বলে অভিহিত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, জি-২০ সভাপতি হিসেবে যৌথ ঘোষণার মাধ্যমে ইউক্রেনের ইস্যুতে ঐকমত্য তৈরিতে নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করেছে ভারত।
ঘোষণায় ইউক্রেনের যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভোগের কথা বলা হলেও সরাসরি রাশিয়ার নাম উল্লেখ বা দেশটির সমালোচনা করা হয়নি। আর এ কারণেই বিবৃটিতে ব্যবহৃত ভাষা নিয়ে হতাশা প্রকাশ করেছে ইউক্রেন।
সংবাদ সম্মেলনে রবিবার রুশ মন্ত্রী ল্যাভরভ বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিয়ে কীভাবে এগিয়ে যেতে হবে সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে ঘোষণায়। এটি আমাদের অবস্থানকে সম্পূর্ণরূপে প্রতিফলিত করে।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমা যে সব দেশ রুশ আগ্রাসনের তীব্র নিন্দা করেছে তারাও এই ঘোষণায় সম্মতি দিয়েছে। এটা তাদের সঠিক পদক্ষেপ।’
ইউক্রেন শর্ত মানলে কৃষ্ণ সাগরে শস্য রফতানির চুক্তি পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত বলেও জানান ল্যাভরভ।
সূত্র: বিবিসি