ভিয়েতনামে জলপ্রপাতের স্রোতে ভেসে গেলেন তিন ব্রিটিশ

দাতানলা ফলস এলাকার একটি জলপ্রপাতভিয়েতনামের একটি জলপ্রপাতে বিপজ্জনকভাবে সাঁতার কাটার সময় তিন ব্রিটিশ পর্যটক স্রোতে ভেসে গেছেন। স্থানীয় একটি পর্যটন কোম্পানির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ২০ ফুট উচ্চতার শক্তিশালী স্রোত এসে দুই নারী ও এক পুরুষ পর্যটককে টেনে নিয়ে যায়।
সাতটি জলপ্রপাতের সম্মেলনস্থল দাতানলা ফলস ভিয়েতনামের একটি অন্যতম পর্যটক আকর্ষণের কেন্দ্র। দাতানলা ফলসের পর্যটকরা রোলার কোস্টার ও ক্যাবল কারে চড়াসহ বিভিন্ন ধরনের আনন্দ ভ্রমণ করে থাকেন।
স্থানীয় একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক লে ভিয়েত লুক জানান, ওই তিন ব্রিটিশ পর্যটক যথাযথ অনুমতি না নিয়েই সাতটি জলপ্রপাতের একটিতে চলে যান। সে সময় শক্তিশালী স্রোত এসে তিনজনকে টেনে নিয়ে যায়। লে ভিয়েত বলেন, ‘ওই তিন পর্যটক জলপ্রপাতের পানি প্রবাহের মধ্যে গিয়ে পড়েন এব সেখানে একের পর এক জলস্রোতের আঘাতের পর তাদের মৃত্যু হয়।’
তবে ওই পর্যটকদের গাইড জানিয়েছেন যে তাদের গায়ে লাইফ জ্যাকেট ছিল।
শুক্রবার রাতে তিন ব্রিটিশ পর্যটকের মরদেহ হো চি মিন সিটিতে নেওয়া হয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে যুক্তরাজ্য দূতাবাস। খুব দ্রুত মরদেহ ফিরিয়ে নেওয়ার কাজ চলছে বলেও জানানো হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/