বন‌্যা-বৃ‌ষ্টি উপেক্ষা ক‌রে যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের জন্য লাখো মানুষের স্রোত

ফি‌লিস্তিনের নির্যা‌তিত মানু‌ষের প‌ক্ষে লন্ড‌নসহ যুক্তরা‌জ্যের বড় শহরগু‌লো‌তে শ‌নিবার বিক্ষোভে নে‌মে‌ছি‌লেন লা‌খো মানুষ। গত শনিবা‌রের পর আজ (২১ অক্টোবর) বৃ‌ষ্টি ও বি‌ভিন্ন এলাকায় বন‌্যার ম‌ধ্যেও লা‌খো মান‌ুষ এই প্রতিবাদে অংশ নেন। 

ইসলাম ধর্মালম্বী ছাড়াও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন ধর্ম ও বর্ণের সাধারণ মানুষ। তাদের চো‌খে-মুখে ছিল প্রতিবাদের দ্রোহ, ক‌ণ্ঠে ছিল প্রতিবাদী স্লোগান। ব্রিটে‌নের বড় রাজ‌নৈ‌তিক দলগু‌লো ফি‌লি‌স্তিনি মান‌ু‌ষের লড়াই‌য়ে নীরব রয়েছে। তবে এই হাজার হাজার মানু‌ষের অংশগ্রহণ ব্রিটে‌নের মানুষদের নিপী‌ড়িত ব‌ঞ্চিত জনগ‌ণের প‌ক্ষে অবস্থানের ইঙ্গিত দেয়। 

খোদ লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ বল‌ছে, তা‌দের ধারণা বি‌ক্ষোভ ও পদযাত্রায় লা‌খো মানু‌ষের অংশগ্রহণ ছিল। লন্ড‌নে ডাউনিং স্ট্রিটের কাছে একটি সমাবেশে শেষ হয়।

লন্ডন ছাড়াও বার্মিংহাম, কার্ডিফ এবং সালফোর্ডেও সমা‌বেশ ও বি‌ক্ষোভ অনু‌ষ্ঠিত হয়।