অস্কার উৎসবে বিদ্বেষমূলক রসিকতা!

চলচ্চিত্রজগতের সবচেয়ে বড় আয়োজন অস্কার উৎসবে এশিয়ানদের নিয়ে রসিকতা করে সমালোচনার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা ক্রিস রক। রবিবার রাতে অস্কার মঞ্চে উপস্থাপনার দায়িত্বে ছিলেন রক।

মঞ্চে উঠে রক বলেন, ‘আমি বেশ কিছু কালো মানুষ দেখেছি।গুনে দেখেছি সংখ্যায় অন্তত ১৫ জন হবেন।’

অস্কার মঞ্চে ক্রিস রক ও এশিয়ান শিশুরা

হাস্যরসের আড়ালে তার এই মন্তব্য এবারের অস্কারে শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে তির্যক সমালোচনাও হতে পারে। তবে এই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন রক। কেননা, এই মন্তব্যের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কথায় কেউ আহত বোধ করলে তা নিয়ে টুইটারে পোস্ট দিতে পারেন।এই শিশুদের জিজ্ঞেস করে দেখুন, ওরাও একই কথা বলবে।’

সে সময় রকের সঙ্গে মঞ্চে ছিল কিছু এশিয়ান শিশু। এশিয়ার শিশুশ্রমকে ইঙ্গিত করেই তিনি এহেন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এবারের অস্কারে কোনও কৃষ্ণাঙ্গ তারকা বা নির্মাতা মনোনয়ন পাননি। এতে ক্ষুব্ধ হয়ে অস্কার বর্জন করেছেন হ্যালি বেরি ও উইল স্মিথের মত কৃষ্ণাঙ্গ অভিনেতা অভিনেত্রীরা। তারা এই শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে এক হ্যাশট্যাগ প্রচারণাও চালিয়েছেন অনলাইনে। সূত্রঃ বিবিসি

/ইউআর/