নোবেল শান্তি পুরস্কারের জন্য রেকর্ড সংখ্যক মনোনয়ন

এ বছর নোবেল শান্তি পুরস্কারে রেকর্ড সংখ্যক নাম মনোনয়ন পেয়েছে। এই ব্যক্তিত্বগুলোর মধ্যে বৈচিত্রও নজরে পড়বার মত। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যন্সেলর এঙ্গেলা মারকেল ও পোপ ফ্রান্সিসসহ মোট ৩৭৬ জন ব্যক্তি ও সংগঠনকে মনোনীত করা হয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য।

এর আগে ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য জমা পড়েছিল ২৭৮ ব্যক্তিত্ব ও সংগঠনের নাম।

নোবেল শান্তি পুরস্কারের শিরোপা

নোবেল ইন্সটিটিউটের প্রধান ওলাভ নোসতাদ বলেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করছি যখন বিশ্বে প্রচুর সংঘাত চলছে, একই সঙ্গে পৃথিবী অগ্রসর হচ্ছে ইতিবাচক পথে।’

তিনি আরও জানান, এত বেশি মানুষের মনোনয়ন পাওয়া অন্যদের প্রেরণা জোগাবে। অনেকেই তাদের নিজেদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নাম নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে মনে করবেন ও তুলে ধরবেন।

ইন্সটিটিউট থেকে জানানো হয়, এবারে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছে ২২৮ জন ব্যক্তিত্ব ও ১৪৮টি সংগঠন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

/ইউআর/